অসুস্থ সহশিল্পীর পাশে ফারহান

ফারহান
মুশফিক আর ফারহান। ছবি: সংগৃহীত

অভিনেতা আলাউদ্দিন লাল ৩০০টির বেশি নাটকে অভিনয় করেছেন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় জরুরি অবস্থায় গত ১১ অক্টোবর তাকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। 

টাকার অভাবে কয়েকদিন পর তার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এ অবস্থায় তার পাশে দাঁড়ালেন অভিনেতা মুশফিক আর ফারহান। ৫২ বছর বয়সী এই সহকর্মীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি।

অভিনেতা আলাউদ্দিন লাল নিজেই দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আলাউদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'ফারহান নিজে হাসপাতালে আমাকে দেখতে এসেছিলেন। এসে আমাকে অনেক সাহস দিয়েছেন।  আর টাকা দিয়েছেন।'

'এখন থেকে চিকিৎসার জন্য যা লাগবে, পুরোটাই তিনি দেবেন বলেছেন। আরও বলেছেন, আমি যেন কোনো টেনশন না করি,' বলেন আলাউদ্দিন লাল।

Comments