শাইখ সিরাজের উপস্থাপনায় ‘শেখ হাসিনার ফসলি উঠোন’

‘শেখ হাসিনার ফসলি উঠোন’ শাইখ সিরাজের উপস্থাপনায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শাইখ সিরাজ। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

'শেখ হাসিনার ফসলি উঠোন: গণভবনে বাংলার মুখ' শীর্ষক প্রামাণ্য প্রতিবেদনটি আজ শনিবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে শাইখ সিরাজের উপস্থাপনায় 'হৃদয়ে মাটি ও মানুষ' অনুষ্ঠানে সম্প্রচার হবে।

প্রধানমন্ত্রী এক দীর্ঘ সাক্ষাৎকার ও প্রামাণ্যচিত্র ধারণের সুযোগ দিয়েছেন শাইখ সিরাজকে। চ্যানেল আই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার কথা বলছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের কথা বলছেন। এই অগ্রযাত্রায় দরকার গ্রামীণ জনজীবনের অর্থনৈতিক উন্নতি, দরকার খাদ্য নিরাপত্তাসহ কৃষকের উন্নতি, কৃষির উন্নতি। এ লক্ষ্য পূরণ করতে পারলেই আগামীর অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী রাখা যাবে।

বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু অনুধাবন করেননি, নীতি-নির্ধারণীর মাধ্যমে আপামর জনসাধারণের ওপর নির্দেশ দিয়ে বসেও থাকেননি। তিনি নিজে চ্যালেঞ্জটি নিয়েছেন, সরকারি বাসভবন গণভবনের ভেতরের জায়গাকে কৃষিকাজে ব্যবহারের উদ্যোগ নিয়েছেন। দেশের কোন অঞ্চলে কোন ধরনের ফসল ফলানোর উপায় কী বা কেমন তা হাতে-কলমে দেখার তাগিদ অনুধাবন করেছেন। সরকারপ্রধান হয়েও কৃষি অনুশীলনে নেমেছেন। মাটি ও ফসলের সংস্পর্শে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

Comments

The Daily Star  | English

Graffiti book, not altered map, gifted to Pakistani general: CA's office

Indian media report on altered Bangladesh map including Indian territory completely false, it says

4h ago