সালমান খানের মতো ধামাকা দিয়ে ট্রেলার লঞ্চ করব: অনন্ত জলিল

সালমান খানের মতো ধামাকা দিয়ে ট্রেলার লঞ্চ করব: অনন্ত জলিল
অনন্ত জলিল। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রযোজনার বাইরে প্রথমবার কোনো সিনেমায় অভিনয় করছেন অনন্ত জলিল ও বর্ষা। 

মোহাম্মদ ইকবাল পরিচালিত 'কিল হিম' সিনেমায় আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটি আসছে  ঈদে মুক্তি পাচ্ছে। 

গতকাল বুধবার সিনেমাটির টিজার ও পোস্টার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, 'প্রত্যেকটি আর্টিস্ট কষ্ট করে সিনেমা করে। আমিও সেটাই করেছি। যে কষ্ট করেছি সেটা ব্যবসাতেও করি না। এই সিনেমায় বর্ষা সত্যিকার অর্থে ভালো অভিনয় করেছে। এই সিনেমার ট্রেলার যেদিন প্রকাশ হবে আমরা ধামাকা অনুষ্ঠান করব। ঠিক সালমান খানের মতো। সালমান খান সিনেমা হলে যেভাবে টিজার লঞ্চ করেছে আমরা সেভাবে ট্রেলার লঞ্চ করব। সেখানে আমাদের সিনেমার অংশ বিশেষ দেখানো হবে।'

অনুষ্ঠানে বর্ষা বলেন, ''কিছুদিন আগে শাহরুখ খান অভিনীত হিন্দি সিনে 'পাঠান' মুক্তি পেয়েছে। আমি ফেসবুক সরাসরি ব্যবহার করি না, আমার ম্যানেজাররা দেখে। তারাই আমাকে সব সময় আপডেট রাখে। তারা আমাকে দেখিয়ে বলেছে, 'এই মানুষগুলো যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী, যারা সত্যিই ভালোবাসে, তারা এগুলো সব সময়ই করে, শাহরুখ খানের সিনেমার সঙ্গে অনন্ত জলিলের 'দিন- দ্য ডে'র তুলনা করেছে। আমাদের দেশেও শাহরুখ খানের মতো নায়ক আছে। আমরাও তাকে নিয়ে গর্ব করতে পারি যে, হলিউড-বলিউডের মতো সিনেমা আমাদের দেশেও একজন করে।'

 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

22m ago