‘পাঠান’ সিনেমা মুক্তি নিয়ে যা বললেন ঈদের সিনেমার তারকারা

ছবিতে (বাম থেকে ডানে) ববি, রোশান ও আদর আজাদ। ছবি: স্টার

বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের অনুমতি পেয়েছে বলিউডের সিনেমা 'পাঠান'। আগামী ১২ মে বাংলাদেশের ৩২টি প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।

এটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। দেশে যখন 'পাঠান' মুক্তি পাবে তার কয়েক সপ্তাহ আগেই প্রেক্ষাগৃহে চলছে ঈদের ৮টি নতুন সিনেমা। এইসব সিনেমার মধ্যে বেশ কয়েকটি ছবি দর্শকরা বেশ পছন্দ করেছে। মুক্তিপ্রাপ্ত ঈদের সিনেমার তারকা ইয়ামিন হক ববি, জিয়াউল রোশান ও আদর আজাদ কথা বলেছেন হিন্দি সিনেমার মুক্তি প্রসঙ্গে। 

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিদেশি ভাষার সিনেমা আমাদের এখানে মুক্তি পেলে দেশের হলসংখ্যা একে একে আরো বাড়বে বলে আমার ধারণা। দেশীয় সিনেমার নির্মাতা, অভিনয়শিল্পীসহ সবাই কোয়ালিটির বিষয়ে সচেতন হবে। সারা পৃথিবী এখন উন্মুক্ত আমাদের কাছে। তাহলে শুধু হিন্দি সিনেমা আসাতে বাধা থাকবে কেন? তবে কোনো উৎসবে যখন বাংলা সিনেমা মুক্তি পাবে তখন এসব সিনেমা মুক্তির বিষয়ে একটু দেরি করতে হবে। তাহলে আর কোনো সমস্যা দেখছি না হিন্দি সিনেমা মুক্তিতে।'

চিত্রনায়ক জিয়াউল রোশান দ্য ডেইলি স্টারকে বলেন, 'যে কোনো ভাষার সিনেমা আসুক আমাদের জন্য কোনো সমস্যা না। এইবার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দর্শক দেখেছে বিদেশি সিনেমা না দেখে। এটাই প্রমাণ করে হিন্দি সিনেমা মুক্তি পেলে আমাদের এখানে খুব বেশি প্রভাব ফেলবে না। দর্শক প্রথমে তার নিজের দেশের সিনেমা দেখবে তারপর অন্যকিছু। তবে অন্য দেশের সিনেমা ঈদের সময় মুক্তি পেলে সে বিষয়ে একটু ভাবতে হবে।'

চিত্রনায়ক আদর আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকার হিন্দি সিনেমা আনতে চাচ্ছে মানে অবশ্যই ভালো কিছু দেখেছে বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে। হিন্দি সিনেমার মুক্তিতে কোনো সমস্য দেখছি না। এসব কিছুর সঙ্গে ফাইট করেই আমাদের ছবি বানাতে হবে। হিন্দি সিনেমা নিয়ে খুব বেশি চিন্তিত না। তাদের বাজেট আমাদের বাজেটের মধ্যে পার্থক্য রয়েছে। তার মধ্যেও আমাদের সেরাটা দিয়ে ভালো সিনেমা বানাতে হবে।'

ছবিতে (বাম থেকে ডানে) ববি, রোশান ও আদর আজাদ। ছবি: স্টার

Comments

The Daily Star  | English

Highest budget for education if BNP returns to power, pledges Tarique

Party's plans include repairing and improving dilapidated primary schools, he says

1h ago