মিশা দর্শকদের বলবেন তার জীবনের অজানা কথা

খলনায়ক মিশা সওদাগরের সঙ্গে উপস্থাপিকা। ছবি: সংগৃহীত
খলনায়ক মিশা সওদাগরের সঙ্গে উপস্থাপিকা। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার অন্যতম খল অভিনেতা মিশা সওদাগর। দীর্ঘদিন ধরে খল চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। একটি অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার ব্যক্তিগত জীবনের অজানা বিষয় নিয়ে।

আজ শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে সেই সেলিব্রিটি শো 'স্টার নাইট'। এখানে জানা যাবে তার অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের অনেক অজানা কথা।

চলচ্চিত্রে পথচলায় ভালো-মন্দ নানা অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা, সংগ্রাম ও সাফল্যের গল্প বলবেন তিনি। সেই সঙ্গে তার সহকর্মী, কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরা অভিনেতার সম্পর্কে বলবেন এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে মিশার প্রিয় চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য দেখানো হবে। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌ-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

 

Comments

The Daily Star  | English

Tribunal sends 15 army officers to jail

Chief prosecutor says government and jail authorities will decide where to house the accused

2h ago