যে কারণে শাকিবের প্রিয়তমার শুটিং ঢাকার বাইরে

ঈদুল আজহা, প্রিয়তমা, শাকিব খান,
ছবি: সংগৃহীত

আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে শাকিব খানের নতুন সিনেমা 'প্রিয়তমা'। ঢাকার পর বর্তমানে সিলেটে সিনেমাটির শুটিং চলছে।

পরিচালক হিমেল আশরাফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিলেটে আশপাশের অঞ্চলে ২দিন শুটিংয়ের পর আমরা যাব কক্সবাজার ও বান্দরবানে। সিনেমার গল্পের সঙ্গে মিল রেখে এসব লোকেশনে শুটিং করার চেষ্টা করছি।'

'শাকিব ভাই মনোযোগ দিয়ে শুটিং করছেন। সিনেমার নায়িকা ইধিকাও আছেন। আমার ধারণা ঈদে সিনেমাটি দর্শক পছন্দের শীর্ষে রাখবেন,' বলেন তিনি।

'প্রিয়তমা' সিনেমাটি প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান। সিনেমাটির কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন- কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, প্রাণ রায়, এলিনা শাম্মী, ডন, সীমান্তসহ অনেকেই।

Comments

The Daily Star  | English
Health Sector Reform Commission submits report to Yunus

Reform commission for universal primary healthcare

Also recommends permanent independent commission to govern heath sector

3h ago