শাকিব খান শুটিংয়ে খুব সহযোগিতা করেছেন: ঐশী

সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ঐশী অভিনীত সিনেমা বেশ আগেই মুক্তি পেয়েছে। এবার তিনি নতুন করে শুটিং শুরু করেছেন 'সোলজার' সিনেমায়। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ইতোমধ্যে পাঁচদিন শুটিং সম্পন্ন হয়েছে তার।
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে দ্য ডেইলি স্টারকে ঐশী বলেন, 'শাকিব খানকে প্রথম দেখেছিলাম কয়েক বছর আগে। কিন্তু তার সঙ্গে আমার সামনাসামনি প্রথম দেখা হয়েছে এফডিসিতে—আমাদের শুটিং ছিল। তার সঙ্গে কাজ করে ক্যারিয়ারে নতুন কিছু অভিজ্ঞতা জমা হয়েছে।'
তিনি বলেন, 'আসলেই শাকিব খাব অনেক বড় তারকা। টানা ২৫ বছর ধরে তিনি ঢালিউডে রাজত্ব করছেন। এমন একজন বড় তারকার সঙ্গে অভিনয় করতে পারা বড় ব্যাপার। ভীষণ ভালো লাগছে।'

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, 'শুটিংয়ে শাকিব খান খুব সহযোগিতা করেছেন। বড় তারকারা বুঝি এমনই হয়। নায়কের বাইরে তাকে ভালো মানুষ মনে হয়েছে। অনেক সহযোগিতা করেছেন। তার সঙ্গে প্রথম সিনেমা করছি এমনটা মনেই হয়নি।'
'সোলজার' সিনেমায় শাকিব খানের নায়িকা তানজিন তিশা ও ঐশী। এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান ও তৌকীর আহমেদ।
ঐশী বলেন, 'সোলজার সিনেমার টিম খুব ভালো। আমার বিশ্বাস খুব ভালো একটি সিনেমা হবে।'
সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। তার সম্পর্কে ঐশী বলেন, 'খুব সুন্দর ও গোছানো একজন মানুষ সাকিব ফাহাদ।'

এই সিনেমায় সুযোগ পাওয়ার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, 'সোলজার সিনেমার জন্য আমাকে অডিশন দিতে হয়েছে। অডিশনে চূড়ান্ত হওয়ার পর রিহার্সাল করেছি। তারপর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।'
নিজের ক্যারিয়ার নিয়ে ঐশী বলেন, 'বিরতির পর নতুন সিনেমা করছি। আশা করছি সোলজার সিনেমা আমার ক্যারিয়ারের জন্য নতুন কিছু হবে। আত্মবিশ্বাস আছে। এভাবেই এগিয়ে যেতে চাই এবং ভালো ভালো সিনেমা করতে চাই।'
Comments