কোন সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরছেন শাকিব খান

শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান নতুন কোন সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরছেন, তা নিয়ে তার ভক্ত-দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। 

ঈদুল আজহায় 'তাণ্ডব' মুক্তির পর নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নেননি এই শীর্ষ নায়ক। 

তবে, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে 'প্রিন্স' সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। 

সেখানে থাকার সময়ই আরেকটি সিনেমার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছিল। সিনেমাটির নাম 'সোলজার'। সিনেমার নায়িকা নিয়েও বিস্তর লেখালেখি হয়েছে। তবে দুটি সিনেমার নায়িকা হিসেবে এখন পর্যন্ত কেউ চুক্তিবদ্ধ হননি বলে জানা গেছে। 

দুই মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করে সম্প্রতি দেশে ফিরেছেন শাকিব খান। ফিরে নতুন 'সোলজার' সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন। আগামী সপ্তাহ থেকে 'সোলজার' সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। 

সিনেমা সংশ্লিষ্টদের অনেকেই দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, আগামী ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং শুরু করবেন। এ সিনেমায় শাকিব খানের সঙ্গে থাকছেন তানজিন তিশা, ঐশী, এবিএম সুমন প্রমুখ।

'সোলজার' দেশপ্রেম ও অ্যাকশন নির্ভর গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমা। বাংলাদেশ ছাড়াও সিনেমার শুটিং হওয়ার কথা রয়েছে থাইল্যান্ডে। 

সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনিতে কিছুটা নাটকীয়তা থাকবে গল্পে। দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগ সবমিলিয়ে এটি হবে শক্তিশালী গল্পের সিনেমা। সিনেমাটির নির্মাতা সাকিব ফাহাদ। 

'সোলজার' সিনেমা ছাড়াও আরেকটি সিনেমার শুটিং করবেন শাকিব। 'আন্ডার-ওয়ার্ল্ডের' গল্প নিয়ে সিনেমার নাম 'প্রিন্স'। সিনেমায় তার বিপরীতে থাকছে তিনজন নায়িকা।

সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদ। সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago