ঈদে মৌসুমীর নতুন সিনেমা মুক্তি

মৌসুমী। ছবি: সংগৃহীত

প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী একসময় অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। 'কেয়ামত থেকে কেয়ামত' মুক্তির পর প্রতিবছরই তার অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে।

ঢাকাই সিনেমায় একসময় অন্যতম আলোচিত নায়িকা ছিলেন তিনি। তবে, বর্তমান সময়ে এসে অভিনয় কম করলেও সিনেমা থেকে দূরে নন মৌসুমী।

দীর্ঘবিরতির পর তার অভিনীত নতুন সিনেমা 'সোনার চর' মুক্তি পাচ্ছে এবারের ঈদে। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। প্রযোজনা করেছেন জাহাঙ্গীর সিকদার। 

প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, 'এবারের ঈদের জন্য সিনেমাটি মুক্তির সবকিছু চূড়ান্ত করেছি। মৌসুমীর আলাদা একটা দর্শক আছে। আরও ভালো ভালো অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন সিনেমায়। গল্পটাও চমৎকার। আশা করছি দর্শকরা সোনার চর দেখবেন।'

মৌসুমী বলেন, 'সোনার চর খুব ভালো একটি গল্পের সিনেমা। আমারও অভিনয় করে ভালো লেগেছে। দর্শকরা দেখলেই পরিশ্রমটুকু সার্থক হবে।'

তিনি আরও বলেন, 'ভালো গল্পের আবেদন সবসময় আছে। সোনার চর ভালো গল্পের সিনেমা।'

দুই বছর আগে মৌসুমী অভিনীত 'দেশান্তর' ও 'ভাঙন' সিনেমা দুটি মুক্তি পেয়েছিল। খুব প্রশংসা কুড়িয়েছিলেন তিনি এ দুটি সিনেমায় অভিনয় করে।

Comments

The Daily Star  | English

The story of Hamid’s exit

Further details regarding the exit of former president Mohammed Abdul Hamid suggest he breezed through the airport before quietly departing for Thailand.

9h ago