৩৩ বছর পর একসঙ্গে সিনেমার শুটিংয়ে অমিতাভ-রজনীকান্ত

৩৩ বছর পর আবার একসঙ্গে সিনেমার শুটিংয়ে অমিতাভ-রজনীকান্ত। ছবি: সংগৃহীত

একজন বলিউড শাহেনশাহ, অন্যজন তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার। অমিতাভ বচ্চন ও রজনীকান্ত বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। সবশেষ তাদের দেখা গেছে ১৯৯১ সালে 'হাম' সিনেমায়। 

এরপর কেটে গেছে ৩৩ বছর। দীর্ঘ অনেক বছর পর আবার তারা একসঙ্গে অভিনয় করছেন 'থালাইভার ১৭০' সিনেমায়।

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ফিল্মফেয়ার জানিয়েছে, গতকাল বুধবার থেকে একসঙ্গে কাজ শুরু করেছেন এই দুই মহাতারকা। রজনীকান্ত নিজের টুইটার ক্যাপশনে লিখেছেন, ৩৩ বছর পর, আমি আবার কাজ করছি আমার মেন্টর শ্রী অমিতাভ বচ্চনের সঙ্গে। 'থালাইভার ১৭০' সিনেমাটি পরিচালনায় রয়েছেন টি জে জ্ঞানাভেল। আনন্দে আমার হৃদস্পন্দন বেড়ে গেছে।

অমিতাভ তার ব্যক্তিগত ব্লগ পোস্টে লিখেছেন, তিনি এ সিনেমার জন্য রজনীকান্তের সঙ্গে তার প্রথম দৃশ্যের শুট করতে যাচ্ছেন।

তিনি আরও লেখেন, 'আজ থেকে নতুন একটি প্রজেক্ট শুরু হলো রজনীকান্তের সঙ্গে। কর্মক্ষেত্রে আবার একসঙ্গে কাজ, অনেক বছর পর সুযোগ এলো।' 

গত মার্চে 'থালাইভার ১৭০' সিনোমর নাম ঘোষণা করেন নির্মাতা। এটি রজনীকান্তের ১৭০তম সিনেমা।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

5h ago