আমার শরীর মৃত্যুর পরও যেন কাজে লাগে: স্পর্শিয়া

অর্চিতা স্পর্শিয়া। ছবি: স্টার

অর্চিতা স্পর্শিয়া অভিনয়ের পাশাপাশি ফ্যাশন মাধ্যমেও কাজ করেন। আজ এই অভিনেত্রীর জন্মদিন। জীবনের ৩০ বছরে পা রেখে 'মরণোত্তর দেহদান' করার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। 

এ বিষয়ে অর্চিতা স্পর্শিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার এই শরীর মৃত্যুর পরও যেন কাজে লাগে, সেটা খুব করে চাই। আমার হার্ট যদি ভালো থাকে সেটা স্থানান্তর করে হবে অন্য শরীরে, যার মাধ্যমে বেঁচে থাকবে আরেকটা জীবন। এসব ভাবতেও ভালো লাগে। শুধু হার্ট নয়, আমার শরীরের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক থাকবে, সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসাবিজ্ঞানের প্রসারে, এটা মনে-প্রাণে চাই।'

তিনি আরও বলেন, 'আমার এই দেহদানের মধ্যে রয়েছে অন্যের উপকার করার ইচ্ছা এবং চিকিৎসাবিজ্ঞানে খানিকটা সহযোগিতা করা। আমার কারণে যদি আরেকজন মানুষ বেঁচে থাকে, তাতে তো আমার ক্ষতি নেই। মানবিকতাবোধ যদি আমাদের মতো শিল্পীদের মধ্যে না থাকে তাহলে সাধারণ মানুষ কী শিখবে?'

অর্চিতা স্পর্শিয়া। ছবি: স্টার

জানা গেছে, বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে স্পর্শিয়া চূড়ান্ত আলাপ করেছেন। তাই মৃত্যুর পর দাফন নয়, কলেজ সংশ্লিষ্টরা তার মরদেহ নিয়ে যাবে ঢাকা মেডিকেলে।

অর্চিতা স্পর্শিয়া ২০১১ সাল থেকে মিডিয়ায় কাজ করছেন। একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন দিয়ে প্রথম দর্শকদের মধ্যে আলোচনায় এসেছিলেন। এ ছাড়া, অনন্য মামুন পরিচালিত শাকিব খানের বিপরীতে 'নবাব এলএলবি', নিয়ামুল মুক্তা পরিচালিত 'কাঠবিড়ালী' ও অনন্য মামুন পরিচালিত 'আবার বসন্ত' চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। 

 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

14m ago