ফারুকী ‘শঙ্কামুক্ত’, আছেন নিবিড় পর্যবেক্ষণে

ফারুকী ‘শঙ্কামুক্ত’, আছেন নিবিড় পর্যবেক্ষণে
মোস্তফা সরয়ার ফারুকী। স্টার ফাইল ফটো

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে।

গতকাল সোমবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক করেছেন। পরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

আজ সকালে নির্মাতা মাহমুদুল ইসলাম টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'চিকিৎসকরা সর্বশেষ জানিয়েছেন যে, মোস্তফা সরয়ার ফারুকী এখন শঙ্কামুক্ত আছেন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।'

গতকাল দিনগত রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, 'আজ (সোমবার) সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল এনজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।'

মোস্তফা সরয়ার ফারুকীর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—'ব্যাচেলর', 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার', 'টেলিভিশন', 'পিঁপড়াবিদ্যা', 'ডুব' ইত্যাদি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি'তে নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো অভিনয় করেছেন ফারুকী। সেখানে তার সঙ্গে পর্দায় ছিলেন তিশাও।

২০১০ সালে ১৬ জুলাই বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। তাদের এক সন্তান রয়েছে, যার নাম ইলহাম নুসরাত ফারুকী।

Comments

The Daily Star  | English

Will return to previous work after election: Yunus tells IMF chief

Kristalina Georgieva praises Yunus’ leadership, discusses Nepal, Asean

58m ago