শিল্পীদের প্রতিবাদের ভাষাও হতে হবে শৈল্পিক: মেহজাবীন

মেহজাবীন
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ফেসবুকে শিক্ষার্থীদের পক্ষে সরব থাকতে দেখা গেছে দর্শকপ্রিয় অভিনয়শিল্পী মেহজাবীনকে। পরে হত্যা-নিপীড়নের প্রতিবাদে অন্য শিল্পীদের সঙ্গে রাজপথেও দাঁড়িয়েছেন তিনি।

বাংলাদেশের ইতিহাসকে একটি নতুন বাঁকের মুখে দাঁড় করিয়ে দেওয়া এ আন্দোলন নিয়ে মেহজাবীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দেশ নতুন করে স্বাধীন হয়েছে । ছাত্র-জনতার বিজয়ের দিন ঘর থেকে বের হয়েছি আমিও । নিজে বের হয়ে সবার আনন্দ-উল্লাস দেখেছি । জীবনে এমন ঘটনা দেখাও  অনেক  আনন্দের ।'

আন্দোলনের সময় ছাত্র-জনতার পক্ষে অনেক শিল্পী কথা বলতে ভয় পেলেও মেহজাবীন ছিলে ব্যতিক্রম। এই অবস্থান নিয়ে তার ভাষ্য, 'আমি মনে করি সবকিছুর ওপর  মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকা প্রয়োজন । দিন শেষে অন্যায়ের প্রতিবাদ করতে হবে । আমিও নিজের মতো করে প্রতিবাদ করেছি । ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছি । নিজের মতো করে প্রতিবাদ করেছি ।'

আবার শিল্পীদের প্রতিবাদের নিজস্ব ভাষা থাকাটাও জরুরি বলে মনে করেন এই অভিনয়শিল্পী। বলেন, 'শিল্পীদের প্রতিবাদের ভাষাও শৈল্পিক হওয়া দরকার । যে যার মতো করে অন্যায়ের প্রতিবাদ করবে। তাদের সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিতে হবে।'

মেহজাবীনের সঙ্গে কথা হয় তার অভিনীত প্রথম সিনেমা 'সাবা' নিয়েও। মুক্তির আগেই এই ছবিটি টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। উৎসবের ডিসকভারি প্রোগ্রামে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে চলচ্চিত্রটি। এ ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, 'আমার জন্য  খবরটি  ভীষণ ভালো লাগার। প্রবাসে যারা আছেন, বিশেষ করে কানাডায় যারা আছেন এবং ওই উৎসবে যারা অংশ নেবেন- তারা 'সাবা' সিনেমাটি  দেখতে পারবেন । সেখানে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ।'

মেহজাবীন আরও বলেন, 'এটি আমার জন্য সত্যিই  গর্ব করার মতো বিষয় । কেননা সাবা আমার প্রথম সিনেমা । এই উৎসবে সারা বিশ্ব থেকে আসা ২৫ টি সিনেমা প্রদর্শিত হবে । সেখানে আমার সিনেমাও  থাকছে । আমার জন্য এটি বড় পাওয়া, বড় অর্জন।'

সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়েও কথা হয় মেহজাবীনের সঙ্গে। বলেন, 'প্রথম সিনেমায় অভিনয়ের অনুভূতিটা আলাদা। আবার পরিচালক মাকসুদ  হোসাইনেরও  প্রথম সিনেমা এটা।  আশা করেছিলাম দেশেই আগে মুক্তি পাবে । পরিবার-বন্ধু-কাছের মানুষদের সঙ্গে নিয়ে হলে গিয়ে দেখব। কিন্তু এখন টরেন্টো চলচ্চিত্র উৎসবে বিশ্বের অনেক বড় বড় নির্মাতা ছবিটি দেখবেন। এটাও দারুন একটি বিষয়।'

নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে প্রত্যাশার বিষয়টিও উঠে আসে আলাপচারিতায়। মেহজাবীন বলতে থাকেন, 'এই সিনেমার বাজেট আকাশচুম্বী না । ভালো গল্পে অভিনয় করার সৎ ইচ্ছে ছিল । তা করতে পেরেছি । সব শ্রেণির দর্শকদের সাবা সিনেমার গল্পে কানেক্ট  করা যাবে । পুরো টিম ভালো করেছে । আমার যতটুকু অভিনয় করার ক্ষমতা ছিল তা করেছি ।'

পরিশেষে টরেন্টোতে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দশ দিনের চলচ্চিত্র উৎসবে সশরীরে হাজির থাকার ইচ্ছার কথাও জানা গেল এই গুণী শিল্পীর কাছ থেকে।
 

Comments

The Daily Star  | English

Industrial output soars, but where are the jobs?

Over the past decade, more and more industries have sprung up across the country, steadily increasing production. But while output rose, factories did not open their doors to more workers.

11h ago