‘জোকার ২’ আগামীকাল থেকে সিনেপ্লেক্সে

জোকার-২ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

পাঁচ বছর আগে 'জোকার' সিনেমায় মুগ্ধ দর্শক পরবর্তী সিক্যুয়েল দেখার জন্য কতটা মুখিয়ে আছেন তা বলার অপেক্ষা রাখে না। 

বাংলাদেশের দর্শকদের জন্য স্টার সিনেপ্লেক্সে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে 'জোকার ২', যার অফিসিয়াল নাম 'জোকার: ফোলি আ দ্যু'।

টড ফিলিপসের এই ছবি যদিও আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ৪ অক্টোবর। পরিবর্তিত পরিস্থিতির কারণে বাংলাদেশে কিছুটা দেরিতে মুক্তি পাচ্ছে বলে জানান স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। 

টড ফিলিপসের পরিচালনায় ২০১৯ সালে নির্মিত ছবি 'জোকার' বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছিল। ছবিটি বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী 'আর রেটেড' সিনেমা হয়ে উঠেছিল। 

ডিসির গতানুগতিক আমেজের বাইরে গিয়ে ভিন্ন আঙ্গিকের এ সিনেমা ৯২তম অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ ১১টি বিভাগে পায় মনোনয়ন। সেরা অভিনেতার অস্কার উঠেছে জোকার চরিত্রের অভিনেতা জোয়াকিন ফিনিক্সের হাতে। 

'জোকার ২' মিউজিক্যাল সাইকোলজিক্যাল থ্রিলার। এতে জোয়াকিন ফিনিক্স নানা সমস্যায় জর্জরিত স্ট্যান্ডআপ আর্থার ফ্লেক হিসেবে অভিনয় করেছেন। লেডি গাগা অভিনয় করেছেন 'হার্লে কুইন' চরিত্রে। হার্লিন কুইঞ্জেল গোথাম সিটির আরখাম অ্যাসাইলামের একজন মনোরোগ বিশেষজ্ঞ যিনি জোকারের প্রেমে পড়ার পরে হার্লে কুইন নামে পরিচিত হয়ে ওঠেন। 

ছবিটি এরইমধ্যে বিশ্বের ৭৬টি দেশের ২৫ হাজার ৭৮৮টি স্ক্রিনে প্রদর্শিত হয়েছে। 

Comments

The Daily Star  | English
Secretariat employees protest against 'stricter' govt service law

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

1h ago