মৌসুমী হামিদ অভিনীত ‘নয়া মানুষ’ মুক্তি ৬ ডিসেম্বর

‘নয়া মানুষ’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বিজয়ের মাসে আগামী ৬ ডিসেম্বর দেশজুড়ে 'নয়া মানুষ' সিনেমাটি মুক্তি পাচ্ছে। বানভাসি মানুষদের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। 

আ মা ম হাসানুজ্জামানের 'বেদনার বালু চরে' গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি।

'নয়া মানুষ' সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, রওনক হাসান, মৌসুমী হামিদ, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ। 

দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমার প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

সিনেমাটি নিয়ে পরিচালক সোহেল রানা বয়াতি বলেন, 'বানভাসি মানুষের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবিলা করে চলচ্চিত্রটি আনকাট মুক্তির অনুমতি পেয়েছে। বিজয়ের মাসে সিনেমাটি দর্শকরা উপভোগ করতে পারবেন। প্রথম সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।'

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

6h ago