ঈদের সিনেমায় মুখোমুখি ৪ নায়ক

ছবি: স্টার ও সংগৃহীত

আসছে ঈদে কোন কোন সিনেমা মুক্তি পাবে, ইতোমধ্যে তার একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রযোজক ও পরিচালকেরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। অন্য ঈদের মতো এবারও শাকিব খানের ভক্তরা নিরাশ হবেন না। এই নায়কের নতুন সিনেমাও মুক্তির তালিকায় আছে। আরও থাকছে সিয়াম আহমেদ, আফরান নিশো ও সজলের নতুন সিনেমা।

আসছে ঈদের সিনেমায় এই চার নায়ক মুখোমুখি হচ্ছেন। শাকিব খান অভিনীত 'বরবাদ' মুক্তি পাচ্ছে এবারের ঈদে। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

এবারের ঈদে শাকিব খানের মুখোমুখি হচ্ছে আরও তিন জনপ্রিয় নায়ক।

শাকিব খানের 'বরবাদ' সিনেমার শুটিং হয়েছে মুম্বাইতে। তার বিপরীতে আছেন ইধিকা পাল। মামুনুর রশীদসহ আরও বেশ কয়েকজন অভিনেতা অভিনয় করেছেন এতে।

শাকিব খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দুই  বছর আগে শাকিব খান ও আফরান নিশো ঈদের সিনেমা দিয়ে মুখোমুখি হয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের ভক্তদের তর্কযুদ্ধে জড়াতে দেখা গিয়েছিল তখন। নিশোর অভিষেক হয়েছিল 'সুড়ঙ্গ' সিনেমা দিয়ে। এবারও রোজার ঈদে শাকিব খানের পাশাপাশি আফরান নিশোর নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

শিহাব শাহীন পরিচালিত আফরান নিশোর নতুন সিনেমা 'দাগি'তে তার বিপরীতে আছেন তমা মীর্জা। আরও আছেন সুনেরাহ বিনতে কামাল। ইতোমধ্যে নিশোর ভক্তরা জেনে গেছেন 'দাগি' সিনেমার খবর।

আমি আরামপ্রিয় না, পরিশ্রমী অভিনেতা: আফরান নিশো
আফরান নিশো। ছবি: সংগৃহীত

সিয়াম আহমেদ বেশ কয়েক বছর ধরে ঢাকাই সিনেমায় অভিনয় করছেন। অনেকগুলো ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে, কিছুটা বিরতি দিয়ে সিয়াম এবার ঈদে নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন। তার অভিনীত নতুন সিনেমার নাম 'জংলি'। এরই মধ্যে জংলি নিয়ে অনেক ইতিবাচক আলোচনা হচ্ছে। সিনেমাপ্রেমীরা জেনে গেছেন জংলির খবর। পোস্টারও প্রকাশিত হয়েছে।

জংলি সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন বুবলি। থ্রিলার ও অ্যাকশন ঘরানার সিনেমা জংলি।

ছবি: স্টার

ছোটপর্দার নায়ক সজল 'জ্বীন' সিনেমা দিয়ে দুই বছর আগে বেশ আলোচনায় ছিলেন ঈদের সময়ে। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন পূজা চেরি। 'জ্বীন থ্রি' নির্মাণ হচ্ছে। সজল বলেন, রোজার ঈদে 'জ্বীন থ্রি' মুক্তি পাবে। এখন শুটিং চলছে।

সজল আরও জানান, 'জ্বীন' যেকোনো সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে প্রস্তুত। সেভাবেই শুটিং শেষ করে প্রচারণায় আসবেন তিনি ও তার টিম।

সজল নূর। ছবি: শেখ মেহেদি মোরশেদ/স্টার

এখন দেখার অপেক্ষা ঈদের সিনেমায় চার নায়কের মুখোমুখি পর্দা-যুদ্ধ কতটা জমে ওঠে এবং এই চার নায়কের সিনেমা ছাড়া আর কী কী সিনেমা মুক্তি পায়।

Comments

The Daily Star  | English

Govt allows 1,200 tonnes of hilsa export to India

The fish will be sent to the neighbouring country for Durga Puja

40m ago