ঘুরে ঘুরে মেলা দেখব, তারপর শুটিং করব: জয়া আহসান

জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া অভিনীত ওয়েব সিরিজ জিম্মি ও মিউজিক্যাল ফিল্ম বাগান বিলাস। বর্তমানে শুটিংয়ে ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর।

জয়া আহসান নতুন একটি কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। আজ বাংলা নতুন বছরের প্রথম দিনে তার শুটিং শুরু হওয়া কথা আছে। যদিও কাজ নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

নতুন লুকে জয়া
জয়া আহসান। স্টার ফাইল ফটো

জয়া আহসান বলেন, 'এখনই সবকিছু বলতে চাচ্ছি না। তবে বাংলা নববর্ষের দিন কিছুটা সময় শুটিংয়ে অংশ নেব। সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছি।'

'বাংলা নববর্ষ আমাদের জন্য বিশেষ একটি দিন, উৎসবের দিন, আনন্দের দিন। আশা করছি সকালবেলা বের হব। ঘুরে ঘুরে মেলা দেখব। তারপর শুটিংয়ে অংশ নেব,' বলেন জয়া আহসান।

তার ভাষ্য, পহেলা বৈশাখ বলি কিংবা বাংলা নববর্ষ বলি, এই দিনে আমরা পান্তা খাই। কিন্তু,পহেলা বৈশাখের একদিন আগেই আমি পান্তা খেয়ে ফেলেছি।

জয়া আহসান। স্টার ফাইল ফটো

ছোটবেলার পহেলা বৈশাখের স্মৃতি মনে করে তিনি বলেন, 'তখন সবকিছু দারুণ ছিল। এটা সবার জীবনেই হয়েছে। ছোটবেলার পহেলা বৈশাখ ছিল অনেক আনন্দের। যারা ছোট তারা এই আনন্দটা  বুঝবে।'

জিম্মি নিয়ে তিনি বলেন, 'জিম্মি যারা দেখেছেন ভালো বলছেন। আমার কাছেও কাজটি ভালো লেগেছে।'

জয়া আহসান
জয়া আহসান। স্টার ফাইল ছবি

জয়া আহসান দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমাতে দীর্ঘদিন কাজ করছেন। সেখানে মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক সিনেমা। তার মধ্যে অন্যতম একটি কাজ হলো পুতুল নাচের ইতিকথা। সিনেমাটি ইতোমধ্যে নেদারল্যান্ডসের একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত। আমি অভিনয় করেছি কুসুম চরিত্রে।'

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

54m ago