১০ দিনে কোটির ঘর ছাড়ালো ‘উৎসব’

উৎসব সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী প্রমুখ। ছবি: সংগৃহীত

মুক্তির পর থেকে দর্শকদের উৎসাহ বেড়েই চলেছে ঈদে মুক্তিপ্রাপ্ত তানিম নূর নির্মিত 'উৎসব' সিনেমাকে ঘিরে। দর্শকদের পছন্দের পাশাপাশি  আয়ের ক্ষেত্রও চমক দেখাচ্ছে সিনেমাটি।

প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, মাল্টিপ্লেক্সের ১৭ শো থেকে প্রথম ১০ দিনে সিনেমাটি আয় করেছে ১ কোটি ১৪ লাখ টাকার বেশি। দশম দিনে 'উৎসব' আয় করেছে ১৪ লাখ ৭ হাজার টাকা।

সিনেমাটির পরিচালক তানিম নূর বলেন, 'আমি প্রচারবিমুখ মানুষ, সেভাবে কোনো প্রচার করতে পারিনি কিন্তু দর্শকই আমার ছবির প্রচার করে দিচ্ছে। যেটা খুবই আনন্দের দিক।'

তিনি আরও বলেন, 'দর্শকের প্রশংসার পাশাপাশি হল রিপোর্টও খুব ভালো পাচ্ছি। যেভাবে সবাই ছবিটিকে আপন করে নিয়েছে এটা সত্যি আশীর্বাদ।' 

এদিকে দেশের পর দেশের বাইরেও মুক্তি পাচ্ছে 'উৎসব'। আগামী ২০ জুন কানাডা, আমেরিকা ও যুক্তরাজ্যের ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও ২১ জুন অস্ট্রেলিয়াতে মুক্তি পাবে সিনেমাটি।

ডোপ প্রোডাকশন ও লাফিং এলিফেন্ট প্রযোজিত এ সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ। 

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

2h ago