বিয়ে করলেন শবনম ফারিয়া

কনে শবনম ফারিয়া ও বর তানজিম তৈয়ব। ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন অভিনয়শিল্পী শবনম ফারিয়া। আজ শুক্রবার অভিনেত্রী নিজেই দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাত্রের নাম তানজিম তৈয়ব। গ্রামের বাড়ি রাজশাহী। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 

বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

শবনম ফারিয়া ডেইলি স্টারকে বলেন, 'বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিয়ে বিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।'

তিনি আরও বলেন, 'সিদ্ধান্তটি হঠাৎ হওয়ায় এবং আমার একমাত্র ননদ বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আমাদের নতুন যাত্রায় সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।'

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago