অপেক্ষায় আছেন বুবলী
চিত্রনায়িকা শবনম বুবলী বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। ফলে নতুন কোনো সিনেমার শুটিং করতে পারছেন না। তবে বুবলী অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে রাশেদা আক্তার পরিচালিত 'শাপলা শালুক' সিনেমার শুটিং করেন। এতে তার বিপরীতে আছেন সজল নূর।
এছাড়াও তার অভিনীত 'পিনিক' ও 'সর্দারবাড়ির খেলা' তৈরি আছে।
বিভিন্ন সময়ে মুক্তির কথা থাকলেও সিনেমা দুটি মুক্তি পায়নি। কবে মুক্তি পাবে তারও ঠিক নেই। এমনকি 'শাপলা শালুক' মুক্তির কোনো ঘোষণা আসেনি।
এ বিষয়ে জানতে চাইলে শবনম বুবলী বলেন, 'আমি নিজেও এই তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছি। আশা করছি সিনেমাগুলো নতুন বছরে মুক্তি দেবে প্রযোজনা সংস্থাগুলো। সিনেমার গল্প নিয়ে আমি আশাবাদী। একটার সঙ্গে অন্য সিনেমার চরিত্রগুলোর কোনো মিল নেই।'


Comments