কাল থেকে নতুন কুঁড়ি সেরা দশের লড়াই

‘নতুন কুঁড়ি-২০২৫’র চূড়ান্ত বাছাই পর্বে অংশ নেওয়া এক প্রতিযোগী। ছবি: টিভি থেকে নেওয়া

বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোর প্রতিযোগিতা 'নতুন কুঁড়ি-২০২৫'র চূড়ান্ত বাছাই পর্ব শেষ হয়েছে। এবার শুরু হতে যাচ্ছে  প্রত্যাশিত 'সেরা দশ' পর্বের লড়াই। 

'নতুন কুঁড়ি' দেশের শিশু-কিশোরদের সৃজনশীলতা, প্রতিভা ও আত্ম বিকাশের অন্যতম বড় প্ল্যাটফর্ম হিসেবে দীর্ঘদিন ধরে প্রশংসিত। এবারের আসরেও অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগী মুগ্ধ করেছে বিচারকদের। তাদের মধ্য থেকেই উঠে আসবে আগামী প্রজন্মের নতুন তারকারা। 

গত মঙ্গলবার শেষ হয় চূড়ান্ত বাছাই পর্ব। এবার 'নতুন কুঁড়ি'-তে শুরু হচ্ছে সেরা দশের লড়াই। প্রতিটি শাখায় ও বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জন করে প্রতিযোগী নির্বাচিত হয়েছেন 'সেরা দশ' পর্বের জন্য। তবে, একই নম্বর পাওয়া একাধিক প্রতিযোগী থাকলে তারাও সুযোগ পাবেন এই রাউন্ডে অংশ নেওয়ার। 

আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে 'সেরা দশ' পর্বের অডিশন। এই অডিশন অনুষ্ঠিত হবে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা প্রাঙ্গণে। চূড়ান্ত বাছাই পর্বের ফলাফল জানা যাবে বিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে। পাশাপাশি নির্বাচিত প্রতিযোগীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অডিশনের তারিখ জানানো হবে। 

অডিশনের দিন প্রতিযোগীদের ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে। 'সেরা দশ' পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তীতে গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশগ্রহণ করবেন। বিস্তারিত তথ্য বিটিভির ওয়েবসাইট ছাড়াও টেলিভিশনের প্রচারিত স্ক্রল থেকেও জানা যাবে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

17h ago