পালকি চড়ে ‘দম’ সিনেমার মহরতে পূজা চেরি

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে ‘দম’ সিনেমার মহরত অনুষ্ঠানে পালকি চড়ে হাজির হন নায়িকা পূজা চেরি। ছবি: সংগৃহীত

রেদওয়ান রনি পরিচালিত 'দম' সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এই অনুষ্ঠানে পালকি চড়ে হাজির হন নায়িকা পূজা চেরি। 

সেখানেই 'দম'-এর নায়িকা হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এই সিনেমায় প্রথমবার জুটি হয়েছেন অভিনেতা আফরান নিশো ও পূজা চেরি। এতে চঞ্চল চৌধুরীসহ আরও অনেকেই অভিনয় করছেন।

'দম' সিনেমার শুটিং লোকেশন হিসেবে কাজাখস্তানে দৃশ্যায়নের পরিকল্পনা করেছেন সংশ্লিষ্টরা। 
 
এ বিষয়ে নির্মাতা রেদওয়ান রনি বলেন, 'দম নিয়ে দম বানাতে আসছি।'

ছবি: সংগৃহীত

এবারের ফেরায় তিনি আশ্রয় নিয়েছেন সত্য ঘটনার ওপর। সারভাইবাল গল্প নিয় গড়ে উঠেছে সিনেমার কাহিনী।

এই সিনেমায় যুক্ত হওয়ার সময় আফরান নিশো বলেছিলেন, 'সিনেমায় পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।'

এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত হচ্ছে 'দম' সিনেমাটি। 

এটি রেদওয়ান রনির তৃতীয় সিনেমা। 'চোরাবালি' দিয়ে প্রথম সিনেমাতেই জয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারপর নির্মাণ করেন 'আইসক্রিম'।

Comments