এবারের ঈদের সিনেমার নায়িকারা

ঈদুল আজহা আসতে বেশি দেরি নেই। ইতোমধ্যে শুরু হয়ে গেছে ঈদের সিনেমার হিসাব-নিকাশ। যেসব সিনেমা মুক্তি দেওয়া হবে, সেগুলোর জোর প্রস্তুতি চলছে। কয়েকটির পোস্টারও রিলিজ হয়েছে।

জয়া আহসান, আজমেরি হক বাঁধন, তাসনিয়া ফারিণ, পূজা চেরি, সুনেরাহ বিনতে কামালসহ আরও বেশ কজন নায়িকা এবার ঈদে দর্শকদের সামনে রূপালি পর্দায় আসছেন। জানা যাক ঈদের সিনেমার নায়িকাদের কথা।

জয়া আহসান। ছবি: সংগৃহীত

চমক নিয়ে জয়া আহসান

জয়া আহসান মানেই নতুন গল্প, নতুন চরিত্র। তার ক্যারিয়ারে যোগ হয়েছে ভিন্নমাত্রার অনেকগুলো কাজ। সেই ধারাবাহিকতায় এবার ঈদে তিনি আসছেন বড় পর্দায়। বলা যায়, বড় চমক নিয়ে আসছেন তিনি। রায়হান রাফীর সিনেমায় প্রথমবার অভিনয় করেছেন। সম্প্রতি 'তাণ্ডব' সিনেমার পোস্টার ও টিজার প্রকাশ পেয়েছে। সেখানে জয়া আহসানকে অ্যাকশনরূপে দেখেছেন সবাই।

জয়া আহসান বলেন, চরিত্রটি দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়েই দেখবেন। এটুকু বলতে পারি, তাণ্ডবে চমক থাকছে। অনেকদিন পর শাকিব খানের সঙ্গে অভিনয় করেছি।

আজমেরি হক বাঁধন। ছবি: সংগৃহীত

খুনের রহস্য উদঘাটনে বাঁধন

আজমেরী হক বাঁধন 'রেহানা মরিয়ম নূর' সিনেমায় অভিনয় করে দেশ-বিদেশে সাফল্য পেয়েছেন। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে স্পেন এবং আরও কয়েকটি দেশ ঘুরেছেন এই সিনেমা দিয়ে। অভিনয় করেছেন বলিউডেও। এবার ঢালিউডে তিনি খুন, গুম ও রহস্যঘেরা গল্পের সিনেমা নিয়ে আসছেন। নতুন এই সিনেমার নাম 'এশা মার্ডার'। এটি পরিচালনা করেছেন সানী সানোয়ার। বাঁধন অভিনয় করেছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে।

বাঁধন বলেন, এশা মার্ডার নারীকেন্দ্রিক গল্প। অনেক পরিশ্রম করতে হয়েছে, প্রশিক্ষণ নিতে হয়েছে। খুনের ঘটনা থেকে নানা ঘটনায় মোড় নেবে।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

প্রতিশোধের নেশায় তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। ওটিটিতেও ভালো ভালো কিছু কাজ করেছেন। বাণিজ্যিক সিনেমা নিয়ে আসছেন এবারই প্রথম। তাও থ্রিলার গল্পে। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে 'ইনসাফ', পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। তাসনিয়া ফারিণ এক হাতে কুড়াল ও আরেক হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন—এমন একটি পোস্টার সম্প্রতি প্রকাশ হয়েছে। পোস্টার দেখে বোঝা যাচ্ছে—অ্যাকশন মুডে রয়েছেন তিনি। অ্যাকশন তারকা হিসেবেই পর্দায় দেখা যাবে তাকে।

ইনসাফ সিনেমায় নায়ক হিসেবে আছেন শরিফুল রাজ। মোশাররফ করিমও আছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

নীলচক্র দিয়ে মন্দিরার ফেরা

মিঠু খান পরিচালিত 'নীলচক্র' সিনেমাও এই ঈদে মুক্তি পাচ্ছে। নায়িকা হিসেবে আছেন মন্দিরা চক্রবর্তী। 'কাজলরেখা' সিনেমায় নামভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন এই নায়িকা। 'নীলচক্র' থ্রিলার সিনেমা।

মন্দিরা বলেন, কাজলরেখার পর নীলচক্র দিয়ে ঈদে আসছি। আমার জন্য ভীষণ আনন্দের খবর। নীলচক্র সব শ্রেণির দর্শকদের হলমুখী করবে। ভেতরের বিশ্বাস থেকে বলছি।

নীলচক্রে মন্দিরার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ।

সুনেরাহ বিনতে কামাল। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

পারিবারিক গল্প নিয়ে সুনেরাহ

সুনেরাহ বিনতে কামাল ঢালিউডের নায়িকা। 'ন ডরাই' দিয়ে অভিষেক রূপালি পর্দায়। প্রথম সিনেমা দিয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সবশেষ তার অভিনীত 'দাগি' মুক্তি পেয়েছে এবং ব্যতিক্রমী একটি চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এবার তার অভিনীত 'উৎসব' সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আসছে ঈদে। পারিবারিক গল্পের সিনেমা 'উৎসব' পরিচালনা করেছেন তানিম নূর।

উৎসব সিনেমায় জাহিদ হাসান, আফসানা মিমি, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মানসহ আরও অনেকেই অভিনয় করেছেন।

পূজা চেরি। ছবি: সংগৃহীত

টগর নিয়ে পূজা চেরি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। তার অভিনীত 'টগর' সিনেমার প্রথম পোস্টার এরই মধ্যে প্রকাশ পেয়েছে। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। নায়ক হিসেবে আছেন আদর আজাদ। বলা যায়, ঈদের সিনেমার নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরিও।

শবনম বুবলী। ছবি: স্টার

শবনম বুবলির পিনিক

ঈদের সিনেমার নায়িকাদের তালিকায় উঠে এসেছে শবনম বুবলির নাম। গত ঈদেও তার অভিনীত 'জংলি' মুক্তি পেয়েছে এবং বেশ সাড়াও পড়েছিল। 'পিনিক' সিনেমায় তার বিপরীতে আছেন আদর আজাদ। এটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।

এছাড়া, ঈদে আরও কয়েকটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। চূড়ান্ত তালিকা হলেই জানা যাবে আরও কতজন নায়িকা আছেন সেই তালিকায়।

Comments

The Daily Star  | English

Govt plans to include private sector in US tariff talks

Bangladesh is currently reviewing the proposals and will send a response within the next couple of days, Commerce Secretary Mahbubur Rahman told The Daily Star yesterday over the phone.

15h ago