ওটিটিতে তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা

তাসনিয়া ফারিণ। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

তাসনিয়া ফারিণ অভিনীত দেশীয় প্রথম সিনেমা 'ফাতিমা' এসেছে ওটিটিতে। গত বছরের ২৪ মে সিনেমাটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

এর আগে ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। এই সিনেমায় অভিনয়ের জন্য ফারিণ সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন সেখানে। আন্তর্জাতিক মহলে এ ছবির মাধ্যমে বেশ প্রশংসাও কুড়ান ফারিণ। উৎসব ও প্রেক্ষাগৃহ ঘুরে এবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে সিনেমাটি।

ছবি: সংগৃহীত

ধ্রুব হাসান পরিচালিত 'ফাতিমা' সিনেমাটিতে একজন নারীর অতীত-বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে গড়ে উঠেছে এক হৃদয়স্পর্শী গল্প। তাসনিয়া ফারিণ ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন—ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

তাসনিয়া ফারিণ বলেন, 'ফাতিমা' সিনেমাটি মুক্তি পাওয়ার পর আন্তর্জাতিক মহল থেকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাওয়া ছিল দারুণ অভিজ্ঞতা। এবার সেই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আশা করছি, ওটিটিতে দর্শকরা সিনেমাটি খুব উপভোগ করবেন।

Comments

The Daily Star  | English

1 killed in attack on ‘darbar sharif’ in Rajbari

Grave desecrated, corpse exhumed, burnt; govt terms incident ‘abhorrent’, ‘despicable’

2h ago