জয়া আহসানের হ্যাট্রিক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতে চলচ্চিত্র জগতের সুপরিচিত মুখ জয়া আহসান আবারও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হয়েছেন।

আগামী দুই বছর তিনি তৃতীয়বারের মতো শুভেচ্ছা দূত হলেন।

এর আগে ২০২২ সালে তিনি ইউএনডিপির শুভেচ্ছা দূত হয়েছিলেন।

আজ শুক্রবার জয়া আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি এর আগেও দুইবার এই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত ছিলাম। এবার নিয়ে তিনবার হতে যাচ্ছে, ভালো লাগছে।'

তিনি আরও বলেন, 'ব্যক্তিগতভাবে কিছু কাজ করি নানাভাবে। আর বড় প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হয়ে কাজ করার অন্য রকম ভালো লাগা আছে।'

Comments