প্রেক্ষাগৃহে ‘হুমায়ূন আহমেদ সপ্তাহে’ ৪ সিনেমা

গ্রামীণ রেস্টুরেন্টের দেয়ালে হুমায়ূন আহমেদের প্রতিকৃতি। ছবি: সংগৃহীত

নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স।

আগামী ৭ থেকে ১৩ নভেম্বর মাল্টিপ্লেক্সে উদযাপিত হবে 'হুমায়ূন আহমেদ সপ্তাহ'। এ সপ্তাহে হুমায়ুন আহমেদের জনপ্রিয় চারটি সিনেমা চলবে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়।

সিনেমাগুলো হলো, 'আমার আছে জল', 'ঘেটুপুত্র কমলা', 'নয় নম্বর বিপদ সংকেত' ও 'দ্বারুচিনি দ্বীপ'।

এক্ষেত্রে বিশেষ অফার থাকছে দর্শকদের জন্য। স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি পাওয়া যাবে।

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে 'দারুচিনি দ্বীপ' সিনেমাটি নির্মাণ করেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অভিনয় করেন রিয়াজ, মম, ইমন, বিন্দু, মুনমুন, মোশাররফ করিম প্রমুখ। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

রম্যনির্ভর চলচ্চিত্র 'নয় নম্বর বিপদ সংকেত' মুক্তি পায় একই বছর। এতে অভিনয় করেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, ফারুক আহমেদ প্রমুখ।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত 'আমার আছে জল' সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওনসহ আরও অনেকে।

হুমায়ূন আহমেদ নির্মিত সর্বশেষ চলচ্চিত্র 'ঘেটুপুত্র কমলা' মুক্তি পেয়েছে ২০১২ সালে। ব্রিটিশ আমলে ময়মনসিংহ অঞ্চলে ঘেটুশিল্পীদের প্রতি তৎকালীন স্থানীয় জমিদারদের আচরণের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুন, শামীমা নাজনীন প্রমুখ।

স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার এবং সামরিক জাদুঘর শাখায় ছবিগুলো দেখতে পাবেন দর্শকরা। আয়োজনটি প্রসঙ্গে প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বিষয়টি জানিয়েছেন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago