ঘূর্ণিঝড় মোখা

খুলনায় প্রস্তুত ৪০৯ সাইক্লোন শেল্টার

Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় খুলনায় প্রস্তুত করা হয়েছে ৪০৯টি সাইক্লোন শেল্টার।

সার্বিক প্রস্তুতি নিতে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ডাকা হয়েছে। জেলা কর্মকর্তারা আবহাওয়া অফিসের মাধ্যমে ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ করছেন।

খুলনার উপকূলীয় উপজেলা, বিশেষ করে কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটার স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন জেলা পর্যায়ের কর্মকর্তারা।

খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা সার্বিক বিষয় নিয়ে যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। উপজেলা পর্যায়ের কর্মকর্তাদেরকে সঙ্গে মিটিং করে তাদেরকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছি। বিপদ সংকেত দেওয়া হলে তারা এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করবেন। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে।'

'ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য ৩৮৫টি স্কুল কাম সাইক্লোন সেন্টার ও ২৪টি মাল্টিপারপাস সাইক্লোন সেন্টারসহ মোট ৪০৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। এসব সাইক্লোন শেল্টারে মোট ২ লাখ ৭৩ হাজার ৮৫০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন', বলেন তিনি।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ ডেইলি স্টারকে জানান, বর্তমানে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য যে গতিপথ রয়েছে, তা পরিবর্তন না হলে আপাতত তা খুলনা উপকূলে আঘাত হানার আশঙ্কা নেই। তবে ঝড়ের প্রভাবে হালকা বাতাস ও ভারী বৃষ্টি হতে পারে। আগামী ১৩ মে থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments

The Daily Star  | English

Ducsu election sees spontaneous turnout of voters

Ducsu election is being held at eight centres of the campus with nearly 40,000 registered voters and 471 candidates vying for 28 central posts.

2h ago