ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথ বন্ধ

বুধবার সকাল থেকে টেকনাফ ও সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্কতামূলক সংকেত ঘোষণা করায় আজ বুধবার সকাল থেকে টেকনাফ ও সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, গতকাল প্রায় ৯৫০ পর্যটক সেন্টমার্টিন দ্বীপে গিয়েছিলেন।

তাদের মধ্যে অনেকেই ফিরে আসেননি। তবে কতজন সেন্টমার্টিনে আছেন সেই সংখ্যা নিশ্চিত করতে পারেননি তিনি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, সেন্টমার্টিন দ্বীপের বিভিন্ন হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজে সাড়ে ৪ শতাধিক পর্যটক অবস্থান করছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, সতর্ক সংকেত প্রত্যাহার হলে টেকনাফ থেকে নৌ চলাচল আবার শুরু হবে। দ্বীপে বেড়াতে আসা পর্যটকরা তখন ফিরতে পারবেন।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

8h ago