ফেনী

কালবৈশাখীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩ লাখ গ্রাহক

পুলিশ-ছাত্রদল সংঘর্ষ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ফেনীতে কালবৈশাখীতে গাছপালা উপড়ে যাওয়ায় গত সোমবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন জেলার গ্রাহকদের একাংশ। এই জেলায় পল্লী বিদ্যুতের প্রায় চার লাখ গ্রাহকের মধ্যে তিন লাখই এখন বিদ্যুৎবিহীন রয়েছেন।

ঝড়ের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো থেকে গাছ সরিয়ে যান চলাচল শুরু করা গেলেও গ্রামীণ সড়কগুলো শতভাগ সচল হয়নি। শুধুমাত্র ফেনী পৌরসভার আওতাধীন এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, গত সোমবারের কালবৈশাখী ঝড়ে ১১৭টি বৈদ্যুতিক খুঁটি, ৮৩৯টি জায়গায় তার ছিঁড়ে গেছে। এছাড়া ৯৭৬টি জায়গায় তারের উপর গাছ পড়েছে। ৫৮টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। ৫০৯টি মিটার ভেঙে গেছে।

ফেনীর দাগনভূঁঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ জানান, সোমবার দুপুর থেকে তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। অনেকের মোবাইল ফোনে চার্জ ফুরিয়ে গেছে।

ফেনী সদর উপজেলার বিরলী গ্রামের বাসিন্দা শাহজালাল ভূঁঞা বলেন, বিদ্যুৎ না থাকায় দোকানপাটে কেনাবেচাও কমে গেছে।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে একাধিক টিম কাজ করছে। বুধবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago