কক্সবাজারে পাহাড় ধসে দুই শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

কক্সবাজার
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাহাড় ধসে দুই শিশুসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে উপজেলার শীলখালী ইউনিয়নের জারুলবনিয়ার সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।

 যারা মারা গেছেন তারা হলেন- আরব আমিরাত প্রবাসী সারোয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪৫), তার মেয়ে ময়না আক্তার (১২) ও নাতি মো. তোহা (৮)।

স্থানীয়রা জানান, সেগুনবাগিচা এলাকায় পাহাড়ের পাদদেশে বাস করত প্রবাসী সারোয়ার কামালের পরিবার।

রোববার ভোরে প্রবল বৃষ্টির সময় পাহাড়ের একটি অংশ ধসে পড়লে তারা মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ ও চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তারা মাটি সরিয়ে মরদেহ উদ্ধার করে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ডেইলি স্টারকে জানান, তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারী লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

Hopes run high as DU goes to vote today

The much-anticipated Ducsu and hall union elections are set to be held today after a six-year pause, bringing renewed hope for campus democracy.

3h ago