দেশে ভূমিকম্প অনুভূত

প্রতীকী ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ রোববার বিকেল ৫টা ১৪ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।

এ বিষয়ে জানতে আবহাওয়া অধিদপ্তরে যোগাযোগ করা হলে সেখানকার এক কর্মকর্তা জানান, ভারতের আসাম রাজ্যে ভূমিকম্পটির উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বিকেল ৫টা ১১ মিনিটে এই কম্পন অনুভূত হয়। আসামের উদালগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

 

Comments