‘নারীর অধিকার-সামাজিক মর্যাদা প্রভাবিত করছে জলবায়ু পরিবর্তন’

জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু কৃষি বা অবকাঠামোতে সীমাবদ্ধ নয়, এটি নারীর স্বাস্থ্য, অধিকার ও সামাজিক মর্যাদার সঙ্গেও গভীরভাবে যুক্ত।

সম্প্রতি জার্মানির বার্লিন জলবায়ু সম্মেলনে উপকূলীয় নারীদের জীবনগাথা তুলে ধরেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার আলী।

বিশ্বের ৩৫টি দেশের প্রায় ৭০ জন গবেষক, পরিবেশবাদী, শিক্ষক, ডোনার এজেন্সি ও উদ্যোক্তাদের নিয়ে ২৯-৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় 'ফোর্থ গ্লোবাল সামিট অন অ্যাডভান্সেস ইন আর্থ সায়েন্স অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ'। এবারের প্রতিপাদ্য ছিল—আর্থ'স ফিউচার: হারনেসিং সায়েন্স, টেকনোলোজি, অ্যান্ড ইকুইটি ফর এ সাসটেইনেবল প্ল্যানেট।

ড. জুলফিকার বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা নীরবে লড়ছেন এক অদৃশ্য সংকটের সঙ্গে। জলবায়ু পরিবর্তন, লবণাক্ত পানির অনুপ্রবেশ ও দারিদ্র্যতা তাদের জীবনের স্বাভাবিক ছন্দকে ভয়াবহভাবে ব্যাহত করছে। অথচ এই সংকটের জন্য দায়ী বৈশ্বিক উষ্ণতা ও উন্নত দেশগুলোর নীরব ভূমিকা।

তিনি আরও বলেন, আমাদের এই সমস্যার জন্য দায়ী পৃথিবীর ধনী দেশগুলো তাই তাদের এই দায় নিতে হবে।

ড. জুলফিকার দীর্ঘ দুই দশক ধরে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা অঙ্গনে সক্রিয়। তিনি এখন পর্যন্ত ১০টি গ্রন্থ রচনা করেছেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে তার ৪০টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

Comments