লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব অযৌক্তিক: নৌ সচিব

চাঁদপুর লঞ্চঘাট। স্টার ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে লঞ্চের ভাড়া দ্বিগুণ করতে মালিকদের যে প্রস্তাব, তা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল।

আজ সোমবার সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

মোস্তফা কামাল বলেন, 'লঞ্চ মালিকরা ভাড়া দ্বিগুণ করার যে প্রস্তাব দিয়েছেন, তা অযৌক্তিক। তবে, আলোচনা সাপেক্ষে যৌক্তিকভাবে লঞ্চের ভাড়া বাড়ানো হবে।'

Comments

The Daily Star  | English

July charter signed, NCP stays away

The event was marked by protests from a group calling itself July Warriors, who demanded formal recognition in the charter

8h ago