ধানমন্ডি-মোহাম্মদপুর-মিরপুরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

প্রতীকী ছবি | সংগৃহীত

আংশিক গ্রিড লাইন বিকল হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর মোহাম্মদপুর, ধানমন্ডি ও মিরপুরসহ পশ্চিম ঢাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা সুমন ইউএনবিকে বলেন, 'সকাল ১০টা ৩৮ মিনিটে ২৩০ কিলোভোল্ট গ্রিড লাইনে বিদ্যুৎ সঞ্চালন পুনরুদ্ধার করা হয়। তবে বিতরণ লাইনে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি পুনরুদ্ধার করতে কিছুটা সময় লাগে। আমরা আশা করি, ধীরে ধীরে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হবে।'

মোহাম্মদপুরের বাবর রোডের বাসিন্দা শাহনাজ বেগম জানান, সকাল ১১টা পর্যন্ত তার বাড়িতে বিদ্যুৎ ছিল না।

আজ মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটে আমিনবাজার-আগারগাঁও পর্যন্ত ২৩০ কিলোভোল্ট গ্রিড লাইন বিকল হয়ে যাওয়ায় পুরো মোহাম্মদপুর ও মিরপুর এলাকাসহ ঢাকা শহরের পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পিজিসিবি ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

পিজিসিবি কর্মকর্তা সুমন এর আগে জানান, 'ভোর ৫টা ৫০ মিনিটে গ্রিড সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়। ঘন কুয়াশার কারণে অনেক সময় গ্রিড লাইন বিচ্ছিন্ন হতে পারে। এটি সিস্টেমের প্রযুক্তিগত ত্রুটি নয়।'

Comments

The Daily Star  | English

Shahidul Alam says he was 'kidnapped at sea' by Israeli forces

He further appealed to his "comrades and friends" to continue the struggle for the freedom of Palestine

12m ago