ডিজেলের দাম লিটারে ২.২৫ টাকা কমে ১০৬, পেট্রোল-অকটেন অপরিবর্তিত

পেট্রল
ছবি: রয়টার্স

প্রাইসিং ফর্মুলা অনুসারে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের বর্তমান দাম ১০৮ টাকা ২৫ পয়সা থেকে ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অকটেনের দাম লিটারে ১২৬ এবং পেট্রোলের দাম ১২২ টাকা অপরিবর্তিত আছে।

আজ রোববার সরকারের এক প্রজ্ঞাপনে জ্বালানি তেলের নতুন এই দামের তথ্য জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন দাম ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

সরকার গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের কথা জানায়। এর ধারাবাহিকতায় গত ৭ মার্চ প্রথম প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

 

Comments

The Daily Star  | English

Only one agreement under Indian line of credit cancelled: Foreign adviser

Touhid says several agreements mentioned in social media discussions 'don't even exist'

31m ago