বুধবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ
প্রতীকী ছবি | সংগৃহীত

গ্যাস পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বুধবার নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

এতে বলা হয়, গ্যাস পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চবটি, পঞ্চবটি বিসিক, ভোলাইল, ইসদাইর, কাশিপুর, গোগনপুর, চর সৈয়দপুর, মুক্তারপুর ও ‌আশেপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে বলেও জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia: Unyielding against autocracy, compromising for democracy

The unprecedented outpouring of grief and love for Khaleda Zia after her death powerfully affirms that the nation has lost someone deeply cherished.

4h ago