১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩৫ টাকা বাড়লো

প্রতীকী ছবি

দেশে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ভোক্তাপর্যায়ে ৩৫ টাকা বাড়িয়ে এক হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে ঘোষিত নতুন দর কার্যকর হবে।

বিইআরসি সংবাদ সম্মেলনে জানায়, প্রতি কেজি এলপিজির দাম ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ১১৮ টাকা ৪৪ পয়সা।

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম পড়বে প্রতি লিটার ৬৬ টাকা ৬৪ পয়সা, যা গত মাসে ছিল ৬৫ টাকা ২৬ পয়সা।

বাংলাদেশি এলপিজি অপারেটররা সাধারণত মধ্যপ্রাচ্যের বাজার থেকে পণ্য আমদানি করে থাকে।

গত বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় বাজারে প্রতি ১২ কেজি সিলিন্ডার এলপিজির দাম ছিল সর্বোচ্চ এক হাজার ৪৯৮ টাকা।

Comments

The Daily Star  | English

Jamaat rally begins at Suhrawardy Udyan with cultural programme

The first phase of Bangladesh Jamaat-e-Islami's rally at the historic Suhrawardy Udyan in Dhaka began this morning with a cultural programme

1h ago