গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে ৭ বিদেশি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে ৭টি বিদেশি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা আরও জানান, চলমান জ্বালানি সংকট নিরসনে গ্যাসের অনুসন্ধান কার্যক্রম জোরদারে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, 'গ্যাসের রিজার্ভ কমে আসায় জ্বালানি সংকট তৈরি হচ্ছে। ফলে ব্যয়বহুল এলএনজি আমদানি করতে বাধ্য হচ্ছে সরকার। তাই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে গ্যাসের অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করার।'

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, '২০২৫ সাল পর্যন্ত ৫০টি কূপ খননের পরিকল্পনা আছে। ইতোমধ্যে ১৫টি খনন করা হয়েছে এবং সেখান থেকে প্রতিদিন ১৭৬ মিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস মিলেছে। তবে পাইপলাইন না থাকায় জাতীয় গ্রিডে এখন ৭৬ মিলিয়ন ঘনফুট দেওয়া হচ্ছে।'

জ্বালানি উপদেষ্টা বলেন, ২০২৫ সালের মধ্যে আরও ৩৫টি কূপ খনন করা হবে। এর মধ্যে ১১টি কূপ খনন করবে বাপেক্স, বাকি ২৪টি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কাজ দেওয়া হবে। এখন থেকে জি-টু-জি করা হবে না, প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত থাকবে।'

তিনি আরও বলেন, '২০২৮ সালের মধ্যে আরও ১০০টি কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থলভাগের ৬৯টি কূপে অনুসন্ধান কার্যক্রম চালানো হবে। এর মধ্যে ৩৩টি কূপে অনুসন্ধান করবে বাপেক্স। আরও ১০টি রিগ ভাড়ার মাধ্যমে অনুসন্ধান করা হবে। বাকি ২৬টি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করা হবে। ফলে গ্যাস সংকট অনেকটাই কেটে যাবে।'

এখন থেকে কোনো প্রকল্পের সময় ও অর্থ বাড়ানো হবে না বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

BNP sticks to demand for polls by December

In a meeting with Chief Adviser Prof Muhammad Yunus last night, the BNP restated its demands that the next general election be held by December and the government immediately announce a roadmap to that end.

3h ago