গ্যাসের চুলায় দুর্ঘটনারোধে ১৭ সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করছে বিএসটিআই

bsti logo
ছবি: সংগৃহীত

গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের চুলায় রান্নার ক্ষেত্রে দুর্ঘটনারোধে ১৭টি সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে পণ্যের জাতীয় মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত 'সেফটি স্ট্যান্ডার্ডস ফর ডমেস্টিক গ্যাস কুকিং অ্যাপ্লায়েন্সেস' শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসটিআই মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম এ তথ্য জানান।

বিএসটিআই থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের শেষের দিকে গ্যাসের চুলায় রান্না করার সময় মিরপুরে ৩২ বছর বয়সী রুমা ও তার স্বামীর মর্মান্তিক মৃত্যুসহ বিভিন্ন দুর্ঘটনার উদাহরণ তুলে ধরে বিএসটিআই মহাপরিচালক বলেন, গৃহস্থালিতে গ্যাসের রান্নায় দুর্ঘটনার একটি বড় কারণ হলো সেফটি কুকিং অ্যাপ্লায়েন্সের বিষয়ে সচেতন না থাকা। দেরিতে হলেও বিএসটিআই এ ধরনের সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখে এসব স্ট্যান্ডার্ড প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্ট্যান্ডার্ডগুলো ইতোমধ্যে বিএসটিআইর টেকনিক্যাল কমিটিতে অনুমোদন পেয়েছে। উচ্চতর কমিটিতে (ডিভিশনাল কমিটি) অনুমোদন শেষে এটা বাস্তবায়নে বাধ্যবাধকতার বিষয়ে কাজ করবে বিএসটিআই।

ওই সেফটি স্ট্যান্ডার্ড বাস্তবায়ন করা হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনারোধ করা সম্ভব হবে বলে তিনি জানান।

বিএসটিআই, পেট্রোবাংলা ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিঅং ও পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) আব্দুল মান্নান পাটোয়ারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআইয়ের পরিচালক (মান) মো. সাইদুল ইসলাম।

টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআইর উপপরিচালক (প্রকৌশল) মো. মুরসালিন মাহফুজ। এ ছাড়া বক্তব্য রাখেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. মাসরুর-উর-রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির সিনিয়র সহকারী পরিচালক আবদুর রহিম, জেএমআই এলপিজির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লিয়াকত আলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা।

Comments

The Daily Star  | English
Chittagong port containers

Exports fall for fifth straight month to $3.96b in December

During the first half of fiscal year 2025–26, total export earnings stood at $23.99 billion, down 2.19%

2h ago