ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আমিন বাজার ডিআরএস থেকে হাজারীবাগ ডিআরএস পর্যন্ত বিতরণ পাইপলাইনে লিকেজ মেরামতের কারণে খোলামোড়া, আটিবাজার, কাকাতিয়া, হাজরাতুর ও মাঝেরচর এলাকায় দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস বলেছে, আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহে চাপ কম হতে পারে।

Comments

The Daily Star  | English

Trump says Venezuela's Maduro captured in 'large scale' US strike

In a brief phone interview with The New York Times, Trump hailed the 'brilliant' operation

35m ago