স্পট মার্কেট থেকে দেড় হাজার কোটি টাকার এলএনজি কিনবে সরকার

ছবি: সংগৃহীত

স্পট মার্কেট থেকে এক হাজার ৪৯৬ কোটি ৩৭ লাখ টাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনবে সরকার।

আজ বুধবার এ সংক্রান্ত দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

সুইজারল্যান্ডের মেসার্স টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে প্রতি মেট্রিক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ১৫ দশমিক ৭৩ ডলার দরে ৭৫৪ কোটি লাখ টাকার এবং সিঙ্গাপুরের মেসার্স সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ৪৭ ডলার দরে ৭৪১ কোটি ৯৫ লাখ টাকার এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে সরাসরি ক্রয় পদ্ধতির আওতায় এই এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থনীতি বিষয়ক উপদেষ্টা কমিটি জরুরি গ্যাসের চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি কার্গো কেনার অনুমোদন দিয়েছে।

Comments

The Daily Star  | English

Underworld back in play, raising alarm

Gangs could be used as hired muscle during upcoming polls, warns police intelligence report

10h ago