চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড। ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডে (সিইউএফএল) গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্ণফুলী গ্যাস ড্রিস্ট্রিবিউশন লিমিটেড। 

এতে আজ শুক্রবার ভোর ৬টা থেকে কারাখানাটিতে সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, মন্ত্রনালয়ের নির্দেশে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কারখানাটির গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।

কর্ণফুলী গ্যাসের কর্মকর্তারা জানান, ইউরিয়া সার কারখানায় প্রতিদিন ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হতো। 

অপরদিকে চট্টগ্রামের আরেক বেসরকারি সার উৎপাদন কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিকে (কাফকো) দেওয়া হয় দৈনিক ৪২-৪৩ মিলিয়ন ঘনফুট।

সিইউএফএলের এমডি মিজানুর রহমান বলেন, 'আমাদের জানানো হয় যে শুক্রবার ভোর ৬টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তাই আমরা কারখানা শাটডাউনে চলে গেছি।'

কী কারণে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, 'এ বিষয়ে আমরা কিছু জানি না। এ বিষয়ে আমাদের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কিছু জানায়নি।'

গ্যাস সরবরাহ বন্ধের বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আজম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্যাসের লোড ম্যানেজমেন্টের জন্য মন্ত্রণালয় থেকে সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তাই সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।'

কেজিডিসিএল কর্মকর্তারা আরও জানান, শুষ্ক মৌসুমে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সরকার এখন পিডিবিকে বেশি গ্যাস সরবরাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

এদিকে সিইউএফএলের কর্মকর্তা জানান, এখন দেশে সারের তেমন চাহিদা নেই। আগামী জুলাই থেকে আবার চাহিদা বাড়বে। বর্তমানে সিইউএফএল কারখানায় এক লাখ টন ইউরিয়া সার মজুদ রয়েছে। 

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

1h ago