সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় শিকারিদের আইনের আওতায় আনার অনুরোধ বেলার

সুন্দরবনের বাস্তুতন্ত্র ও খাদ্যশৃঙ্খল টিকিয়ে রাখতে হরিণসহ সকল প্রজাতির বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে শিকারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

আজ বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, সংশিষ্ট এলাকাগুলোর প্রধান বন সংরক্ষক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ও বিভাগীয় বন কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে বেলা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেলা জানিয়েছে, সম্প্রতি দেশের জাতীয় দৈনিকে প্রকাশিত 'শিকারির ফাঁদে থামে হরিণের ছুটে চলা' শীর্ষক সংবাদ বেলার দৃষ্টিগোচর হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে চোরা শিকারিরা নির্বিচারে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে হরিণ শিকার করছে। মূলত বনের পশ্চিম ও পূর্ব অংশেই চলছে ফাঁদ পেতে হরিণ শিকার।

এতে আরও বলা হয়, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের মোট খাবারের ৮০ শতাংশ পূরণ হয় চিত্রা হরিণ গ্রহণের মাধ্যমে। বাঘ রক্ষা করতে হলে তাই চিত্রা হরিণ বাঁচানোর বিকল্প নেই।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি অব বাংলাদেশের গবষেণা অনুযায়ী, পাচার বা শিকার হওয়া বন্যপ্রাণীর প্রায় ২৮ শতাংশ স্তন্যপায়ী, যার মধ্যে সবচেয়ে বেশি শিকার হয় সুন্দরবনের হরিণ।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago