বিলুপ্তির ঝুঁকিতে কর্ণফুলী নদী তীরের ৮১ প্রজাতির উদ্ভিদ: গবেষণা

কর্ণফুলী সেতুর শাহ আমানত সেতু পয়েন্ট। ছবি: সংগৃহীত

কর্ণফুলী নদীর তীরবর্তী ৮১ প্রজাতির উদ্ভিদ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বলে একটি গবেষণায় উঠে এসেছে। দূষণ রোধে কোনো ব্যবস্থা না নিলে আরও ৬১ প্রজাতির উদ্ভিদ বিপন্ন হয়ে পড়বে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক রাসেল ও তার দল তাদের গবেষণার ফলাফল তুলে ধরেন। 

বন্দরনগরী ভিত্তিক পরিবেশ সংস্থা ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান ওপিনিয়ন(ইসিএইচও) এর সহযোগিতায় কর্ণফুলী নদীর প্রাণ প্রকৃতি, উদ্ভিদ বৈচিত্র্যও দূষণ নিয়ে গবেষণাটি পরিচালিত হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই গবেষণাটি মাঠ পর্যায়ে পরিচালিত হয়। গবেষণায় দেখা গেছে, ৫৩টি শিল্পসহ ৮৯টি উৎস থেকে কর্ণফুলী নদী দূষিত হচ্ছে। গবেষণায় কর্ণফুলী নদীর তীরে ৫২৮ প্রজাতির উদ্ভিদ পাওয়া গেছে।

জরিপে কর্ণফুলী নদীর ৬৪টি স্থানে ডলফিনের আনাগোনা দেখেছেন গবেষকরা। 

গবেষক ওমর ফারুক রাসেল বলেন, 'নদীর দুই তীরে অবস্থিত ৭টি শিল্প কারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। আমরা বর্জ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণ করেছি। এতে মানবদেহ ও প্রাণীর জন্য ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি ধরা পড়েছে।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

8h ago