তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি, যে কারণে বেড়েছে শীতের অনুভূতি

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি, যে কারণে বেড়েছে শীতের অনুভূতি
ফাইল ফটো | ছবি: প্রবীর দাশ/স্টার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস।

এদিন রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'নভেম্বরের শেষ ভাগে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

'ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে তাপমাত্রা কমে স্বাভাবিক অবস্থায় এসেছে। তবে হঠাৎ করে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডার অনুভূতি বেড়েছে,' বলেন তিনি।

বজলুর রশিদ আরও বলেন, 'তাপমাত্রা হঠাৎ না কমে, যদি ধাপে ধাপে কমতো তাহলে এমন হতো না।'

পূর্বাভাস অনুসারে, আজ ও আগামীকাল সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

বুধবার দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

1h ago