সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা, ৩-৪ মার্চ বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা

সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা, ৩-৪ মার্চ বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা
স্টার ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে আকাশ মেঘলা হয়ে আছে। অন্যান্য দিনের মতো নেই গরম।

আজ বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুসারে, রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আকাশ মেঘলা থাকলেও রাতে মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।'

তিনি আরও বলেন, 'আগামী ৩-৪ মার্চ দেশের উত্তরাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।'

আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দু-একদিনের মধ্যে পশ্চিমা বাতাস আসতে শুরু করবে এবং মেঘ ভাসিয়ে নিয়ে আসবে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ ডেইলি স্টারকে বলেন, 'আমরা বিশ্লেষণ করে দেখেছি, শীত মৌসুম শুরু ও শেষ হওয়ার সময় কিছুটা পাল্টে গেছে। সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা থাকে এবং মার্চের শুরুতেই গরম পড়ে যায়। এবার ডিসেম্বরে সেভাবে ঠান্ডা পড়েনি। আবার দেখা যাচ্ছে, পুরোপুরি গরম পড়তে ১৫ মার্চ পর্যন্ত সময় লেগে যেতে পারে।'

তিনি আরও বলেন, 'যেহেতু কুয়াশা কমে গেছে এবং আকাশ পরিষ্কার হয়ে গেছে, আগামী দুই দিন রাতের তাপমাত্রা কমতে পারে। তারপর বাড়তে শুরু করবে।'

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago