ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত
স্টার ফাইল ফটো

ঈদের দিন আগামীকাল ঢাকায় দুপুরে ও বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুরে কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ রোববার আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে। এতে জানানো হয়, দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো হেরফের হওয়ার সম্ভাবনা না থাকলেও বাতাসের আপেক্ষিক আদ্রতা বেশি হওয়ায় গরমের অস্বস্তিভাব থাকবে। গোপালগঞ্জ, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মাগুরা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারী থেকে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ আজিজুর রহমান বাসসকে জানান, আষাঢ় মাস চলছে, এ কারণে সারা দেশে কমবেশী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঈদের দিন ঢাকায় দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে ৭-৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। বিকেলে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল এবং উত্তরপূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে গাজীপুর ও নরসিংদীতেও কিছুটা বৃষ্টি হতে পারে।

Comments

The Daily Star  | English

Bangladesh blocks IPL broadcast after Mustafizur episode

The decision comes in the aftermath of Bangladesh pacer Mustafizur Rahman’s removal from Kolkata Knight Riders squad following directives from BCCI.

2h ago