কার্তিকেও কেন ‘চৈত্রের তাপ’, গরম যাবে কবে

ফাইল ফটো

কার্তিক মাসের অর্ধেক শেষ। দেশের উত্তর অংশে শীতের আগমনী বার্তা পাওয়া গেলেও মধ্য ও দক্ষিণাঞ্চলে এখনো গরম।

ফেনীতে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, অধিকাংশ জায়গায় তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

পূর্বাভাস বলছে, আগামী আরও কিছু দিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক।

আজ শনিবার আবহাওয়া অধিদপ্তর নিয়মিত বুলেটিনে এই তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়, এদিন সকাল ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস থাকলেও জলীয় বাষ্পের কারণে গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'দেশের দক্ষিণ দিক থেকে এখনো সামান্য বাতাস প্রবাহিত হচ্ছে। এই দক্ষিণা বাতাস বাড়াচ্ছে গরম। দক্ষিণা বাতাস জলীয় বাষ্প নিয়ে আসছে, যে কারণে আবহাওয়া উষ্ণ হয়ে যাচ্ছে।'

তিনি বলেন, 'আগামী আরও কিছু দিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। তারপর ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চল শীতল হতে শুরু করবে। তবে ঢাকায় শীত পড়তে এখনো অনেক সময় অপেক্ষা করতে হবে।'

'আমরা ধারণা করছি, ডিসেম্বরের ২০ তারিখের পর ঢাকায় শীত পড়বে,' বলেন এই আবহাওয়াবিদ।

গত ২৪ ঘণ্টায় রংপুরের রাজারহাটে সাত মিলিমিটার এবং কক্সবাজার ও পটুয়াখালীতে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পূর্বাভাস অনুসারে, চলতি সপ্তাহের শেষের দিকে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

Comments

The Daily Star  | English

US conducting military strikes against Venezuela: US media

*Explosions heard in Venezuela's capital*Maduro declares state of emergency

1h ago