আজ ও কাল ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঢাকার আকাশে গতকাল সকাল থেকে ছিল মেঘের আনাগোনা। ছবি: স্টার

আজ শনিবার এবং আগামীকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজ সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ এবং আগামীকাল দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। গত ২৪ ঘণ্টায়ও অনেক জায়গায় হয়েছে। সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে সাত, চুয়াডাঙ্গা ও তাড়াশে চার, ঈশ্বরদী ও বগুড়ায় দুই এবং টাঙ্গাইলে এক মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। আগামীকালও একই থাকবে। তারপর থেকে কমে যাবে।'

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, শনিবার রাজধানী ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেটের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথা কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ মেঘলা থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

Comments

The Daily Star  | English

Trump says Venezuela's Maduro captured in 'large scale' US strike

In a brief phone interview with The New York Times, Trump hailed the 'brilliant' operation

23m ago