বৈরি আবহাওয়া

বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ছবি: টিটু দাস/স্টার

বরিশাল নদীবন্দরে আজ বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

নৌ-বন্দরের কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, বরিশাল নৌ-বন্দর থেকে ১৬টি রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। তবে ঢাকা-বরিশাল রুটের বড় লঞ্চের বিষয়ে বিকেলে সিদ্ধান্ত নেওয়া হবে।

বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৈরি আবহাওয়া সৃষ্টি হওয়ায় নৌ-বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে সকাল আটটা থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে বরিশাল থেকে, ভোলা, মেহেন্দিগঞ্জ, হিজলা, বাকেরগঞ্জসহ অভ্যন্তরীণ অন্তত আটটি রুটের নৌ চলাচল বন্ধ আছে।

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ ১৫ কিলোমিটার ও সর্বনিম্ন ১০ কিলোমিটার।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago